Speech

শিক্ষাই জাতির মেরুদন্ড। এই কথাটির গুরুত্ব দিতে হলে আমাদের সর্ব প্রথম প্রকৃত শিক্ষার পেছনে দৌড়াতে হবে। আর প্রকৃত শিক্ষা পেতে হলে মানসম্মত প্রতিষ্ঠান খুঁজে বের করতে হবে। মানসম্মত প্রতিষ্ঠানের প্রয়াস হল আমাদের ট্যালেন্ট ক্যাম্পাস স্কুল ও কলেজ। আমি ও আমার সহযােগিরা সমাজের কল্যাণের জন্য | এখানে শ্রম দিয়ে থাকি। এই প্রতিষ্ঠানে মায়ের মমতার সাথে শিক্ষা দেয়া হয়। আমরা আরও ভালাে করতে চাই এজন্য আপনাদের সকলের দোয়া প্রার্থি।